কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইল কালিহাতী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
আজ সোমবার (৩ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়াম এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধার ছেলে শামীম আল মামুন বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিশুকাল থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গত ২৯ মে সন্ধ্যায় উপজেলার রতনগঞ্জ বাজারে আমার চাচা রফিকুল ইসলামের প্রতিষ্ঠান মা গার্মেন্টসে বসে থাকা অবস্থায় আমার বাবার ওপর আয়নালসহ ২৫/২৬জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে হামলা চালায়।
তারা আমার বাবাকে ধারলো অস্ত্র ও রডের আঘাত করে গুরুতর আহত করে।
বর্তমানে আহত অবস্থায় আমার বাবা, চাচা, ও চাচাতো ভাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৩১২ নং কেবিনে চিকিৎসাধীন আছেন। আমার বাবার মাথায় ১২ টি সেলাই দেওয়া হয়েছে।
মামুন আরো বলেন, আমরা আমাদের পরিবারের সকলেই বাঁচতে চাই। পুলিশ এ ঘটনায় ৩ জনকে আটক করে আদালতে পাঠালেও তারা জামিনে বের হয়ে গেছে। এ কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এ ঘটনায় জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান তোতা, হাজী নেয়াজ আলী, উপজেলার বাংড়া উইনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান, উপজেলার নাগবাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আকবর প্রমুখ।
Discussion about this post