আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়ার অপরাধে আরো দুই ফরাসি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাক। দেশটির এক সরকারি কৌঁসুলির বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কৌঁসুলি বলেছেন, ‘মৃত্যুদণ্ড দেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ ছিল। তারা দুজনই সন্ত্রাসী ইসলামিক স্টেট সংঘের সদস্য ছিল।’
ইরাকের কারাগারগুলোয় কয়েক হাজার ইরাকি ও বিদেশি সন্দেহভাজন রয়েছে, যাদের বিরুদ্ধে আইএসের সংশ্লিষ্টতায় অভিযোগ রয়েছে। গত মাসে আইএসে যোগ দেয়ার অপরাধে ছয় ফরাসি নাগরিককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল ইরাক। ফ্রান্স অবশ্য দাবি করেছে, তাদের নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকর না করার জন্য তারা ইরাকি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
Discussion about this post