যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি হাসপাতালে গোলাগুলির ঘটনায় হামলাকারী সহ চারজন নিহত হয়েছেন। নিহত মধ্যে একজন পুলিশ অফিসার, একজন চিকিৎসক এবং একজন ফার্মাসিউটিক্যাল অ্যাসিস্ট্যান্ট। খবর বিবিসির।
মেয়র রাহম ইমানুয়েল এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের মুখপাত্র জানান, গোলাগুলির সময় বন্দুকধারী নিহত হয়েছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না তা নিশ্চিত নয়। কর্তৃপক্ষ বলছে, বন্দুকধারী তার সাথে সম্পর্ক থাকা একজন নারীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকতে পারেন।
শিকাগোর মার্সি হাসাপাতালে স্থানীয় সময় সোমবার দুপুর ৩ টায় এই ঘটনা ঘটে। সেসময় হাসপাতালের গাড়ি পার্কিং এর জায়গায় ‘একাধিক গুলি’ শব্দ পাওয়া যায় বলে জানায় শিকাগো পুলিশ ডিপার্টমেন্ট। পরে হামলাকারী গুলি করতে করতে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। দ্রুতই মার্সি হাসপাতাল থেকে মানুষজনকে বের করে নেয়া হয় এবং সশস্ত্র পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।
এই ঘটনার কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র দিয়ে ঘটানো সহিংসতা নির্মূল করার লক্ষ্যে একটি অনলাইন প্রচারণায় অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা পেশায় জড়িত থাকা ব্যক্তিরা।
Discussion about this post