করদাতাদের মধ্য বাড়তি উৎসাহ যোগাতে প্রতি অর্থবছরে ন্যায় এবার আয়োজন করা হয়েছিল আয়কর মেলা। এক সপ্তাহ চলার সোমবার (১৯ নভেম্বর) আয়কর সপ্তাহ শেষ হয়েছে।
আয়োজকরা জানিয়েছে, মেলার আর সময় বাড়বে না। তবে এর মধ্যেও যারা রিটার্ন দাখিল করতে পারেননি তাদের জন্য ডিজিটাল এবং অ্যানালগ পদ্ধতিতে ২ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেয়ার সুযোগ থাকছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, সারা দেশে ১৭৪টি স্থানে সপ্তাহব্যাপী আয়কর মেলায় করদাতাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। যারা নানা ব্যস্ততায় মেলায় আসতে পারেনি বা রিটার্ন জমা দেননি তাদের জন্যই এ সুযোগ রাখা হয়েছে।
এদিকে আয়কর মেলায় সারাদেশে অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৭৭০ জন করাদাতা। আর ই-পেমেন্টের মাধ্যমে ১ হাজার ১৬০ জন করদাতা ১ কোটি ৪৮ হাজার ৬৮৫ টাকা আয়কর প্রদান করেছেন। সারাদেশে আয়কর আহরন আড়াই হাজারের কোটি টাকার মতো।
Discussion about this post