র্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি দোকান থেকে হরিণের শিং ও শিংসহ মাথা জব্দ করে তিন ব্যক্তিকে জেল এবং জরিমানা করেছে। দণ্ডিতরা হলেন পটুয়াখালীর মো. ইলিয়াস (২৫), শরীয়তপুরের জামাল উদ্দিন (২৯) এবং পুরান ঢাকার মাহমুদ হোসেন।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও র্যাব সোমবার যৌথভাবে এই অভিযান চালায়।
র্যাব সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ক্রেতা সেজে র্যাব-৩ এর সদস্য এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক দোয়েল চত্বরের উত্তরে ‘ইলিয়াস হ্যান্ডিক্রাফট’ এবং ‘বাংলাদেশ হ্যান্ডিক্রাফট’ নামের দুই দোকানে অভিযান চালান। এ সময় ওই দুই দোকান থেকে হরিণের তিনটি শিংসহ মাথা এবং আটটি শিং উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম দুই দোকানের মালিক ইলিয়াস ও জামালের কাছ থেকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেন বলে অসীম জানান। এছাড়া বন্যপ্রাণীর মাথা, শিং, চামড়া সরবরাহের অভিযোগে মাহমুদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
Discussion about this post