ঢাকার সাভারে ঝুলন্ত অবস্থায় পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে সাভারের রাজফুলবাড়িয়া, হেমায়েতপুর আর্জেন্টসপাড়া ও শাহীবাগ থেকে লাশ তিনটি উদ্ধার করেছে পুলিশ।
নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তারা সকলেই পোশাক কারখানার শ্রমিক ছিলেন। নিহতরা সকলেই আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামীকে আটক করা হয়েছে।
নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- পোশাক শ্রমিক সজিব মিয়া ও সাথী আক্তার। আরেকজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সোমবার ভোরে পৌরসভার শাহীবাগ এলাকায় জানালার সাথে ঝুলন্ত অবস্থায় সাথী আক্তারের লাশটি দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
সাথীর বাড়ি পাবনা সদর থানার সালেহপুর গ্রামে। এ ঘটনায় পুলিশ তার স্বামী ইমন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
অন্যদিকে, সাভারের হেমায়েতপুরের আজেন্টসপাড়া এলাকায় ঘরের আঁড়ায় সজিব মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান তার পরিবারের সদস্যরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সজিব সিরাজগঞ্জের কাজীপুর থানার হরিনাথপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।
এ ছাড়া, সকালে রাজফুলবাড়িয়ার কুঠিবাড়ি এলাকা থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।
সাভার মডেল থানার ওসি আব্দুল আউয়াল জানান, উদ্ধার তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনজনই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
Discussion about this post