রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাইক্রোবাস চাপায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর সড়কের ঘনিরামপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘনিরামপুর এলাকার নুরুল ইসলামের কন্যা নিঝুম আক্তার (৭) ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। প্রতিদিনের ন্যায় সে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী সাদা রংয়ের মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিঝুম আক্তার মারা যায়। এই ঘটনায় বিক্ষুব্ধ লোকজন রাস্তা আবরোধ করে রাখলে রংপুর-দিনাজপুর রুটের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করলে যানবাহন পুনরায় চলাচল শুরু করে।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’
Discussion about this post