বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন আখ্যান নিয়ে নির্মিত হয়েছে ‘হাসিনা: এ ডটারস টেল’ শিরোনামে প্রামাণ্যচিত্র। এটি নির্মাণে দীর্ঘ পাঁচ বছর সময় লেগেছে। পিপলু চৌধুরী পরিচালিত এ প্রামাণ্যচিত্রটি গত ১৬ নভেম্বর দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়। মুক্তির পরই এটি ব্যাপক সাড়া ফেলে। তাই আগামী সপ্তাহে এটি সারা দেশে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
‘হাসিনা: এ ডটারস টেল’ সিনেমাটি এবার পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। এ প্রসঙ্গে জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘‘হাসিনা: এ ডটারস টেল’ নিয়ে দেশজুড়েই ভক্তদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। তাই আগামী ২৩ নভেম্বর ৫০টিরও বেশি হলে মুক্তি দেয়া হবে। শিগগির হলের তালিকা প্রকাশ করা হবে জাজের ফেসবুক ফ্যান পেজে। মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তি জীবন নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। চমৎকার চিত্রনাট্যে প্রধানমন্ত্রীর আবেগময় সংগ্রামী জীবন এখানে ফুটিয়ে তুলেছেন। যা খুব সহজেই মন ছুঁয়ে যায়। একজন দর্শক হিসেবে এটি দেখার তৃপ্তি দারুণ। সেই তৃপ্তির সুবাস সারা দেশের মানুষের কাছে পৌঁছে গেছে। হল মালিকরাও সেটা আঁচ করতে পেরেই এটি প্রদর্শনের আগ্রহ প্রকাশ করছেন।’
শেখ হাসিনা ও শেখ রেহানার আবেগঘন কণ্ঠ আর দৃশ্যায়নে ফুটে উঠেছে, বাক স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে নৃশংস কায়দায় হত্যার পর বিষাদপূর্ণ সময় ও দুই বোনের নির্বাসিত জীবনসংগ্রামের চিত্র। শেখ হাসিনা কখনো বঙ্গবন্ধু কন্যা, কখনো জননী, কখনো বোন, কখনো গণমানুষের ত্রাতা রূপে জায়গা পেয়েছেন দেশের মানুষের হৃদয়ে। সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে।
‘হাসিনা: এ ডটারস টেল’ প্রযোজনা করেছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন(সিআরআই)। চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন সাদিক আহমেদ। সম্পাদনা করেছেন নবনীতা সেন আর সংগীতায়োজনে ভারতের বিখ্যাত মিউজিশিয়ান দেবজ্যোতি মিশ্র।
Discussion about this post