টাঙ্গাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকতা স্থানীয় ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে।
এতে উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।
সদ্যযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অবস প্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মোসা. জিয়াসমিন আক্তার জোৎস্না, উপজেলা পূজা উৎযাপন কমিটির আহবায়ক লক্ষীকান্ত সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. সুজায়েত হোসেন, যদুনাথ মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুর হোসেন মিয়া, ইউপি চেয়ারম্যান মো. দাউদুল ইসলাম দাউদ, মো. শওকত হোসেন, মো. সিদ্দিকুর রহমান, মো. আনোয়ার হোসেন, বিআরডির সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এহসানুল কবীর, প্রেস ক্লাবের সভাপতি আক্তরুজ্জামান বকুল প্রমূখ।
এ সময় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post