একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
সোমবার (১৯ নভেম্বর) দুপুরে বি. চৌধুরীর বারিধারার বাসভবন মায়াতে এই বৈঠক হতে পারে।
শ্রিংলার নেতৃত্বে ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল বৈঠকে করবেন। আর বৈঠকে বি. চৌধুরীর নেতৃত্বে মেজর (অব.) আবদুল মান্নান, শমসের মবিন চৌধুরী ও মাহী বি. চৌধুরীসহ যুক্তফ্রন্টের নেতারা উপস্থিত থাকবেন।
বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
Discussion about this post