ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দিলেও, ব্রেক্সিট ( ইউরোপ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া) সহজ হবে না। তার বিরুদ্ধে অনাস্থা ভোটের আওয়াজ ওঠার পর এই মন্তব্য করলেন তিনি।
রবিবার (১৮ নভেম্বর) স্কাই নিউজ- এ এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আগামী সপ্তাহটি যুক্তরাজ্যের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তাই এ থেকে বিচ্যুত হতে চাই না।
তিনি বলেন, ইইউ-যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্ক প্রশ্নে আলোচনায় অগ্রগতি টোরি এমপিদের বিদ্রোহও জয় করতে পারে।
বুধবার থেরেসা মে ইউরোপীয় ইউনিয়ন ( ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার খসড়া চুক্তি ঘোষণা করেন। মন্ত্রিসভায় তা অনুমোদনও পেয়েছে। কিন্তু কয়েকঘণ্টা পরই পরিস্থিতি উল্টে যায়। ব্রেক্সিট চুক্তির প্রতিবাদে একের পর এক মন্ত্রী, প্রতিমন্ত্রী পদত্যাগ করতে থাকেন।
প্রধানমন্ত্রীত্ব থেকে তাকে টেনে নামানোর জন্য যারা উঠেপড়ে লেগেছেন তাদেরকে সতর্ক করে থেরেসা মে বলেন, এতে ব্রেক্সিটে কোনো ফায়দা হবে না। ব্রেক্সিট আলোচনা সহজ হয়ে যাবে না, আর পার্লামেন্টের হিসাব-নিকাশেও কোনও পরিবর্তন ঘটবে না। বরং উল্টো আলোচনায় বিলম্ব ঘটা এবং ব্রেক্সিট পিছিয়ে যাওয়ার ঝুঁকি কিংবা হতাশা দেখা দিতে পারে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে যুক্তরাজ্যের।
Discussion about this post