নিজেই ঘোষণা দিয়েছিলেন উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ফেরার কথা। কিন্তু শেষমেষ তা আর হয়ে উঠেনি। কারণ ইনজুরি। এশিয়া কাপে পাওয়া কবজির ইনজুরি থেকে ফিরলেও পুনরায় পাঁজরের ইনজুরিতে বাইশ গজ থেকে ছিটকে গেছেন টাইগার দলের ওপেনার তামিম ইকবাল।
অবসর সময়টাকে কাজে লাগাতে পবিত্র ওমরাহ্ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে উড়ে গেছেন তিনি। শনিবার (১৭ নভেম্বর) রাতে দেশ ছাড়েন তামিম। বাঁ-হাতি এই ওপেনার এর আগে ২০১৫ ও ২০১৬ সালেও ওমরাহ্ পালন করেন।
আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম ম্যাচে বাঁ-হাতের আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তামিম। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ছিলেন দলের বাইরে। তবে সিরিজে না খেললেও নিজেকে তৈরি করছিলেন উইন্ডিজের বিপক্ষে সিরিজে ফেরার জন্য। কিন্তু ভাগ্য সহায় হলো না, নেটে ব্যাটিং অনুশীলন করার সময় ব্যথা পান পাঁজরে।
ফিজিওথেরাপিস্টের নির্দেশে ৪৫ ঘণ্টা তত্ত্বাবধানে থাকার পরও সেই ব্যথার কোনো উন্নতি হয়নি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দলের বাইরে রাখা হয় তাকে। শঙ্কা রয়েছে দ্বিতীয় টেস্ট নিয়েও।
উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশে এসেছে উইন্ডিজ দল। এক মাসের বেশি লম্বা এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। চট্টগ্রামে ২২ নভেম্বর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকায় শুরু হবে ৩০ নভেম্বর। এরপর দু’দল তিনটি করে ওডিআই এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। প্রথম দুটি ওয়ানডে ঢাকায় অনুষ্ঠিত হবে ৯ ও ১১ ডিসেম্বর।
তৃতীয় ও শেষ ওডিআই সিলেটে। এটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যুও সিলেট। ঢাকায় ২০ ও ২২ ডিসেম্বর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে উইন্ডিজের বাংলাদেশ সফর।
Discussion about this post