টাঙ্গাইলের নাগরপুরে নির্বাচনী ব্যানার, বিলবোর্ড, পোস্টারসহ বিভিন্ন প্রচারনা সামগ্রী অপসারণ করা হচ্ছে।
রবিবার সকালে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, নির্বাচন কমিশন (ইসি) পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার মধ্যরাতের মধ্যে নির্বাচনী এলাকায় ব্যানার-ফেস্টুনসহ সকল প্রকার নির্বাচনী প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে বলা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী ইতিপূর্বে মাইকিং করে সকলকে জানিয়ে দেয়া হয়েছে। এবং রবিবার সকালে আমি নিজে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান পরির্দশন করে নির্বাচনী প্রচার সামগ্রী সরিয়ে দিয়েছি। এর পরও যদি কেউ নির্বাচনী প্রচার সামগ্রী সরিয়ে না ফেলে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এসময় তার সাথে নাগরপুর থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা মন্ডল উপস্থিত ছিলেন।
Discussion about this post