আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ দলীয় জোটের প্রার্থীদের নাম আগামী ৪-৫ দিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে অংশ নিতে ১৪ দল, জাতীয় যুক্তফ্রন্ট থেকে প্রার্থী তালিকা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সামগ্রিক বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবেন তিনি। জোটের শরিকদের ৬০-৬৫টি আসন দেয়া হবে।
তিনি বলেন, গত নির্বাচনে ১৪ দলের যেসব প্রার্থী বিজয়ী হয়েছেন, তারা এবারও মনোনয়ন পাবেন এটি মোটামুটি নিশ্চিত। মনোনয়ন নিয়ে সব কিছুই ঠিক, এখন শুধু ফিনিশিং টাচটা বাকি আছে। আশা করছি, ৪-৫ দিনের মধ্যেই তালিকা দিতে পারব।
Discussion about this post