টাঙ্গাইলে ৩০০ পিছ ইয়াবাসহ মো. রিপন চৌধুরী (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা সিকদার বাড়ী এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
১৮ নভেম্বর রবিবার দুপুরে টাঙ্গাইল মডেল থানার এসআই মো. আবুল বাশার মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নভেম্বর শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজার এলাকা হতে তাকে আটক করা হয়। পরে রবিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post