রাজশাহীতে স্ত্রীর ছোঁড়া কেমিক্যালে ঝলসে গেছে বাবুল ইসলাম (২৫) নামের এক যুবকের চোখ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর দড়িখড়বোনা এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
বাবুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর এলাকার তোফাজ্জল হকের ছেলে। বাবুল ইসলামের বাম চোখ ও মুখমণ্ডল আক্রান্ত হয়েছে। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
বাবুলের চোখে কেমিক্যাল জাতীয় পদার্থ পড়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছেন চক্ষু বিভাগের প্রধান প্রফেসর ডা. ইউসুফ আলী।
বাবুল ইসলামের স্ত্রী শামিমা আক্তার (২৩)। তিনি একই এলাকার শফিকুল ইসলামের মেয়ে। রাতেই শামিমাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
হাসপাতালে চিকিৎসাধীন বাবুল জানান, তিনি পরকীয়ায় জড়িয়েছেন এমন সন্দেহে শনিবার রাতে স্ত্রী শামিমা তার সাথে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তার বাম চোখে টয়লেট পরিষ্কারক কেমিক্যাল ছুঁড়েন। আক্রান্ত হয়ে তিনি লুটিয়ে পড়লে আরেক দফা কেমিক্যাল ছুঁড়েন শামিমা। স্বজনদের সহায়তা রাত ১১টার দিকে হাসপাতালে আসেন তিনি।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, ‘রাতেই অভিযুক্ত শামিমাকে হেফাজতে নিয়েছে পুলিশ। এ নিয়ে এখনো থানায় অভিযোগ আসেনি। এ ঘটনায় আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।’
Discussion about this post