আদালতের নির্দেশে সিএনএন’র হোয়াইট হাউজ বিষয়ক প্রধান প্রতিবেদক জিম অ্যাকোস্টার প্রেস পাস ফেরাতে হচ্ছে ঠিকই। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ফের ‘বেয়াদবি’ করলে জিমকে সাংবাদিক বৈঠক থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে।
কলকাতার প্রভাবশালী বাংলা দৈনিক ‘আনন্দবাজার পত্রিকা’ রবিবার (১৮ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, গত সপ্তাহে হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের তোপে পড়েন জিম।
অভিযোগ, বার বার প্রশ্ন করছিলেন জিম। ট্রাম্পের যুক্তি, ‘সে দিন প্রচুর সাংবাদিক ছিলেন। তার মধ্যে ওই ব্যক্তি বার বার চিৎকার করে নানা প্রশ্ন ও মন্তব্য করছিলেন। বাকিরা প্রশ্ন করতে পারছিলেন না।’
এরপরেই হোয়াইট হাউসে খবর সংগ্রহের জন্য জিমের অনুমতিপত্র অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়। এর বিরুদ্ধে কোর্টে যায় সিএনএন।
শুক্রবারের (১৬ নভেম্বর) আদালত জানায়, জিম অ্যাকোস্টার প্রেস পাস ফিরিয়ে দিতে হবে। কারণ, তা কেড়ে নেওয়ার জন্য আইনমাফিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
যার জবাবে ট্রাম্পের প্রতিক্রিয়া, ‘ওই সাংবাদিক যদি এরপরে কখনও অসভ্যতা করেন, তাকে হয় সাংবাদিক বৈঠক থেকে তাড়িয়ে দেওয়া হবে অথবা বৈঠকই বন্ধ করে দেওয়া হবে।’
Discussion about this post