কারকনিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুপু হামিদা খানম রানুর মরদেহ দেখতে গেছেন।
বুধবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর লালমাটিয়ায় শেখ কবির হোসেনের বোন রানুর মরদেহ দেখতে যান তিনি।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন সরকারপ্রধান। তখন সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
হামিদা খানম রানু বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেনের বোন। শেখ কবির হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাত ভাই (ছোট)।
তাই পারিবারিক সম্পর্কে হামিদা খানম রানু শেখ হাসিনার ফুপু হন। হামিদা খানম বুধবার ভোর সাড়ে ৫টায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
হামিদা খানম রানুর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী ।
Discussion about this post