মাদারীপুর সদর উপজেলা তাঁতীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সমমনা ইবতেদায়ী পরীক্ষা দিতে আসা ৫ ভুয়া পরিক্ষার্থীকে আটক করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, মাদারীপুর পিইসি পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে একজন পরিক্ষার্থীকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। তার জবানবন্দী অনুযায়ী আরো ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- ফারজানা, ডলি, সাদিয়া, সুমাইয়া খুকু মনি। তবে শিক্ষকদের কাছ থেকে অঙ্গীকারনামা রেখে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুউদ্দিন গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিইসি পরীক্ষা দিতে আসা ৫জন নাবালিকা শিক্ষার্থীকে আটক করে রাখা হয়। পরবর্তীতে অভিভাবকদের ডেকে সাদাকাগজে লিখিত অঙ্গীকারনামা রেখে ছেড়ে দেয়া হয়।
Discussion about this post