সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
শনিবার সিরিরায় পূর্বাঞ্চলীয় আবু হুসন নামের একটি গ্রামে এই হামলা চালানো হয়। খবর এএফপি’র।
হামলায় ১৭ শিশু ও ১২ নারীসহ ৪৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুরুষেরা আইএস সদস্য কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি বলে জানান, যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান আব্দুর রহমান।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা মার্কিন বিমান হামলার ব্যাপারে নিশ্চিত করেছে।
Discussion about this post