সিরাজগঞ্জে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করলে তাদের হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পর পিকআপ ট্রাকটি দ্রুতবেগে পালিয়ে যায়। তবে সেটা ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছে।
Discussion about this post