রংপুরের লাহিড়ীর হাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে আরও ৪জন।
রোববার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে রংপুর-বদরগঞ্জ আঞ্চলিক সড়কের শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে রংপুর থেকে বদরগঞ্জগামী একটি ট্রাকের এবং বিপরীত দিক বদরগঞ্জ থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক এবং অটোরিকশাটি রাস্তার পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৪ জন যাত্রী মৃত্যুবরণ করে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী দ্রুত পুকুর থেকে নিহতদের লাশ উদ্ধার করে। এ ছাড়া অটোরিকশার বাকি ৪ জন যাত্রী মারাত্মক আহত হলে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম বাদশা মিয়া। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ এলাকায় বলে পুলিশ জানায়।
বাকিদের পরিচয় উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে রংপুর সদর থানা পুলিশ।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল সাইফুর রহমান সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post