যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে কমপক্ষে ৮ জন মারা গেছেন। দেশটির পূর্ব উপকূলে ব্যাপক তুষারপাতের কারণে জনজীবনে দূর্ভোগ নেমে এসেছে। নিউইয়র্ক সিটি কমিউটরগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে ৭ হাজারেরও বেশি ফ্লাইট।
স্থানীয় সময় শনিবার (১৭ নভেম্বর) মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)-র বরাতে এ তথ্য জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তুষারঝড় ও ব্যাপক তুষারপাতের কারণে নিউইয়র্কের ৩ লক্ষাধিক বাসিন্দাকে রাতে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে উপদ্রুত এলাকার জনজীবন। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন লক্ষাধিক মানুষ।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার তুষারঝড় শুরু হওয়ার পর অনেক স্কুলশিক্ষার্থী তাদের স্কুলেই আটকে পড়ে এবং সেখানেই তরা রাত কাটাতে বাধ্য হয়।
এদিকে তুষারঝড়ে উপদ্রুত ৪টি রাজ্যের প্রায় ৩ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলেও খবরে জানানো হয়।
Discussion about this post