বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক ও প্রথিতযশা সাংবাদিক শাহরিয়ার শহীদ আর নেই।
হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
এর আগে শাহরিয়ার শহীদ হার্ট অ্যাটাকের কারণে গত ১৪ নভেম্বর থেকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তিনি প্রখ্যাত সাংবাদিক অধুনা বিলুপ্ত ‘বাংলাদেশ টাইমস’র সম্পাদক প্রয়াত একেএম শহিদুল হকের ছেলে।
শাহরিয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করে এক শোক বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শাহরিয়ার শহীদ কর্মজীবনের শুরুর দিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে কর্মরত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধভিত্তিক বেশ কয়েকটি প্রামাণ্য চিত্র নির্মাণ করেছেন। এছাড়াও অঞ্চলভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক ৩০টিরও বেশি বই লিখেছেন দেশের প্রথিতযশা গুণী এই সাংবাদিক।
Discussion about this post