রাজশাহী শহর থেকে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বসরী পদ্মাপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নারী হলেন- নগরীর মাদক জোনখ্যাত গুড়িপাড়া এলাকার বাবর আলীর স্ত্রী রহিমা বেগম (২৫)। এ ঘটনায় রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত নারীকে দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন মাদক ব্যবসায় নিজের সম্পৃক্ততার দায় স্বীকার করেছেন।
Discussion about this post