উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার। বাদ পড়েছেন- আবু জায়েদ রাহী, লিটন কুমার দাস, নাজমুল ইসলাম অপু, শান্ত
দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। একজন ব্যাটসম্যান, একজন পেসার এবং একজন স্পিনারকে পরিবর্তন করা হয়েছে।
বাদ পড়েছেন বাঁহাতি অর্থোডক্স নাজমুল ইসলাম অপু। সিলেটে অভিষেক টেস্ট খুব বেশি কিছু করতে পারেননি তিনি। যে কারণে ঢাকা টেস্টেই একাদশ থেকে বাদ পড়ে গিয়েছিলেন। এবার স্কোয়াড থেকে তাকে বাদ দেয়া হলো।
তার বদলে সুযোগ পেয়েছেন ডানহাতি অফস্পিনার নাঈম হাসান। সবশেষ জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি।
ব্যাটসম্যান হিসেবে বাদ পড়েছেন বাঁহাতি টপঅর্ডার নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে সিরিজে ব্যর্থতার পরিচয় দেয়া শান্ত, কিছু করতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে।
শান্তর জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। আর পেসার হিসেবে দলে জায়গা পেয়েছেন শফিউল ইসলাম।
১৩ সদস্যের এই দলে ইনজুরি কাটিয়েদলের প্রাণভোমরা সাকিব আল হাসানকে।
উল্লেখ্য, ২২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে ১৮ তারিখে এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশে বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
Discussion about this post