২০১২ সালের পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে চলে এসেছে উইন্ডিজ দল। ২৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে ক্যারিবীয়রা। এক মাসের বেশি লম্বা এই সফরে বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
চট্টগ্রামে ২২ নভেম্বর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে ক্যারিবীয়রা দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এমএ আজিজ স্টেডিয়ামে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকায় শুরু হবে ৩০ নভেম্বর। এরপর দু’দল তিনটি করে ওডিআই এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। প্রথম দুটি ওয়ানডে ঢাকায় অনুষ্ঠিত হবে ৯ ও ১১ ডিসেম্বর।
তৃতীয় ও শেষ ওডিআই সিলেটে। এটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যুও সিলেট। ঢাকায় ২০ ও ২২ ডিসেম্বর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে উইন্ডিজের বাংলাদেশ সফর।
Discussion about this post