মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ মামলার আসামি মাদক বিক্রেতা মোহাম্মদ তাজেল (৩৬) নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
শুক্রবার রাত ১টার দিকে উপজেলার বাড়ৈখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাজেল উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের দীন ইসলাম ওরুফে এলাহী খোরশেদের ছেলে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, ১০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি তাজেলকে যশোরের মনিরামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাজেলের দেওয়া তথ্য মতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম বাড়ৈখালী এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে যায় পুলিশ। সেখানে পৌঁছানোর পর পুলিশের গাড়িতে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এর ফাঁকে তাজেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি একনালা বন্দুক, তিনটি পিস্তলের গুলি, ১০১ পিস ইয়াবা ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, তাজুলের বিরুদ্ধে শ্রীনগর, নবাবপুরসহ আশেপাশের বিভিন্ন থানায় দুইটি অস্ত্র, দুইটি ডাকাতি, একটি দস্যু, একটি খুন, একটি পুলিশ আক্রান্ত, একটি মাদকসহ ১০টি মামলা আছে।
এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্যরা হলেন- এএসআই আবুল কায়সার, কন্সটেবল সজল ও শহীদ। তারা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Discussion about this post