ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশকালে পৃথক অভিযানে ৪১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি।
বিজিবির সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে পাসপোর্ট ছাড়া কিছু লোক সীমান্ত অতিক্রম করে যশোরের পুটখালী-দৌলতপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সংবাদে পুটখালী ও দৌলতপুর বিওপি’র বিজিবি টহলদল ভোরে পৃথক অভিযান চালিয়ে ২৩ জন পুরুষ, ১০ জন মহিলা ও ৮ শিশুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন ভারতে তাদের নিকটাত্মীয়ের সঙ্গে দেখা করার জন্য দালালের মাধ্যমে সে দেশে প্রবেশ করে। অন্যরা বিভিন্ন সময়ে ভালো বেতনে কাজের আশায় দালালের প্রলোভনে একাকী বা স্বপরিবারে অবৈধভাবে ভারতে গিয়েছিল। তারা অধিকাংশ ভারতের মুম্বাই, নদীয়া ও কলকাতা শহরের বিভিন্ন বাসা-বাড়িতে গৃহকর্মী, পোশাককর্মী এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত।
২১ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক ইমরান উল্লাহ সরকার, গ্রেপ্তারকৃত ৪১ জনকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
Discussion about this post