রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আজহারুল ইসলাম চৌধুরী (৪৪) নামে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আনে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন খান বলেন, ‘উত্তরা ৯ নম্বর সেক্টরের ৩/ডি রোডের ৩ নম্বর ভবনের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।’
পুলিশ জানায়, আজহারুল ইসলাম চৌধুরী কক্সবাজারে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হিসেবে কর্মত ছিলেন।
Discussion about this post