রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকার একটি বাসার সামনে কাপড়ের ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা নবজাতকটি মারা গেছে। শুক্রবার (১৬ নভেম্বর) বিকেল পৌনে তিনটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যায় সে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভোরে ওই এলাকার বাসিন্দা রুমানা আক্তার (স্কুল শিক্ষিকা) শিশুটিকে বাসার সামনে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে তিনি স্থানীয় এক নারীর সহযোগিতায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় লোকজন জানান, ভোরের দিকে স্বামীবাগের ওই বাসার সামনে একজন নারী ও একজন পুরুষ ঘোরাঘুরি করছিলেন। ধারণা করা হচ্ছে, তারা হয়তো শিশুটিকে ওখানে ফেলে রেখে যান। রুমানা আক্তার নামে এক নারী তার বাসার সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে ওই ব্যাগের মধ্যে শিশুটিকে দেখতে পেয়ে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
এসআই বাচ্চু মিয়া বলেন, ‘এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
Discussion about this post