ইংল্যান্ডের ঐতিহ্যবাহী স্টেডিয়াম ওয়েম্বলিতে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।
২৫তম মিনিটে বাঁকানো শটে ইংল্যান্ডকে এগিয়ে নেন জেসে লিনগার্ড। আর ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড।
৭৭তম মিনিটে ফাবিয়ান ডেলফের বাড়ানো বল দারুণ ভলিতে জালে পৌঁছে ইংল্যান্ডের জয় অনেকটাই নিশ্চিত করে দেন ক্যালাম উইলসন।
এদিকে ২০১৭ সালে জাতীয় দলকে বিদায় বলে দিলেও বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলেন ওয়েন রুনি।
Discussion about this post