কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি- দুই ইয়াবার ব্যবসায়ীর মধ্যে আধিপত্য বিস্তারকে তাদের মধ্যে বন্দুযুদ্ধে নিহত হয়ে থাকতে পারেন।
শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল গ্রামের মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ বেলাল (৩৫)। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালীর (ওয়াকিয়াপাড়া) নুর আহমদের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার সকালে গুলিবিদ্ধ লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।
নিহত ব্যক্তি মাদককারবারি ও তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে বলেও ওসি জানান।
Discussion about this post