বগুড়ার শেরপুর উপজেলায় শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করলেন মা।
বৃহস্পতিবার রাতে উপজেলার বাগড়া কলোনি এলাকায় এক মা ও তার এক বছরের শিশুসহ আত্মহত্যা করে।
পুলিশ জানায়, বাগড়া কলোনি মাদরাসার সামনে থেকে এলাকাবাসী বিষপানে অসুস্থ মা শান্তা ইসলাম (২০) ও তার এক বছর বয়সী ছেলে শামীম হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত ১১টার দিকে দুইজনই মারা যায়।
পুলিশ ধারণা করছে, শিশুকে বিষ খাইয়ে মা বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। বিষপানে মা-ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি দল। তবে বিষপানের কোনো কারণ জানা যায়নি। নিহতদের মরদেহ রাতে বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
Discussion about this post