কারকনিউজ ডেস্ক : বরিশাল-বানারীপাড়া সড়কে বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর গড়িয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গণপাড়া এলাকার বাসিন্দা মাহেন্দ্র চালক মো. সোহেল (২৫) এবং এর যাত্রী ঝালকাঠীর বাসিন্দা বরিশাল বিএম কলেজের মাস্টার্স প্রথম বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী শিলা হালদার (২৪), নগরীর কাশীপুর এলাকার মো. খোকন (৩০), বাকেরগঞ্জের মানিক সিকদার (৪০) ও দুর্গাসাগর এলাকার পারভীন বেগম (৩০) । নিহত অপর জনের নাম জানা যায় নি।
আহতরা হলেন- বাবুগঞ্জের দুর্গাসাগর এলাকার মোকলেছ হাওলাদারের ছেলে তাইউম (৭), তন্নী আক্তার (১৭), বিএম কলেজ ছাত্র মো. সুমন (২৫), দুলাল হাওলাদার (৩০) এবং অজ্ঞাত নাম পরিচয়ের এক ছেলে (৭) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবরে হতাহতদের স্বজনরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে ভিড় করেন।
জানা গেছে, সকালে দুর্জয় পরিবহনের একটি বাস বানারীপাড়া থেকে বরিশালের উদ্দেশে আসছিল। পথে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় বানারীপাড়াগামী একটি মাহেন্দ্রের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
নগরীর বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল দুর্ঘটনায় হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post