কক্সবাজারের টেকনাফে ‘দুইদল মাদক ব্যবসায়ীর গোলাগুলি’তে মোহাম্মদ বেলাল (৩৫) নামে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল গ্রামের মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নিহত বেলাল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালীর (ওয়াকিয়াপাড়া) নূর আহমদের ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, নিহত ব্যক্তি মাদক চোরাকারবারী ছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
ওসি আরও জানান, সকালে বাহারছড়ার বড় ডেইল মেরিন ড্রাইভ সড়কের পাশে গুলিবিদ্ধ লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তার শরীরে দু’টি গুলির চিহ্ন রয়েছে। দুইদল ইয়াবা ব্যবসায়ীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনি গুলিতে নিহত হয়ে থাকতে পারেন। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
Discussion about this post