কারকনিউজ ডেস্ক : পদ্মা সেতুতে নবম স্প্যান বসানো হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে শরীয়তপুরের জাজিরা ৩৪ ও ৩৫ নম্বর খুঁটির ওপর ৬-ডি নম্বর নবম স্প্যানটি বসানো হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন পদ্মাসেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির। এই নবম স্প্যান বসানোর ফলে দুই প্রান্ত মিলিয়ে প্রায় দেড় কিলোমিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু।
এর আগে গতকাল বৃহস্পতিবার কিছু যান্ত্রিক ত্রু টির কারণে পদ্মাসেতুর নবম স্প্যান যুক্ত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বসানো হয়নি আজ।
কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে নবম স্প্যানটি প্রস্তুত করে রাখা হয়েছিল। কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে (সুপার স্ট্রাকচার) ‘ ৬ডি’ নম্বর স্প্যানটি নিয়ে বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে জাজিরার উদ্দেশ্যে রওনা হয় তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ক্রেন তিয়ান।
সেতু সূত্রে জানা গেছে, ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর কাজ শেষ হওয়ার কথা গত বছরের ডিসেম্বরে থাকলেও প্রকৃতির প্রতিকূলতায় তা কিছুটা পিছিয়েছে। বর্তমান হিসাব মতে ২০২০ সালের শেষ নাগাদ যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে পদ্মাসেতু। আজ জাজিরার নাওডোবায় স্প্যানটি বসানোর ফলে পদ্মা সেতুতে মোট স্প্যান বসলো ৯ টি। সেতুতে মোট পিলার সংখ্যা ৪২টি, এতে স্প্যান বসবে ৪১টি।
Discussion about this post