স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উপ-শহর এলেঙ্গাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিস স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার এলেঙ্গাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিস স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ¦ হাছান ইমাম খান সোহেল হাজারী।
এলেঙ্গা পৌরসভার মেয়র নুর-এ-আলম সিদ্দিকীর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষন ও উন্নয়ন)এ কে এম রেজাউল হক, টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার ও সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা প্রমূখ।
Discussion about this post