কারকনিউজ ডেস্ক : চুয়াডাঙ্গা বর্ডার গার্ড ব্যাটলিয়ন বিজিবি পৃথক দু’স্থানে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা ভারতীয় ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি । গতরাত থেকে সোমবার সকাল পযর্ন্ত এ অভিযান চালিয়ে উদ্ধার করে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, বিজিবি’র দর্শনা ও সুলতারপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার হেলাল উদ্দিন ও আব্দুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার মেমনগর ও নাস্তিপুর থেকে ৩২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৮০টি হেপাটাইটিস বি ইনজেকশন, ১৯০টি বিভিন্ন প্রকার ট্যাবলেট, ০৮টি শাড়ি, ১৮টি প্লিজু, ২৪টি ব্রা, ২টি থ্রীপিচ, ১১টি ওড়না, ৪টি পাঞ্জাবী এবং ৫টি জিন্স প্যান্ট পরিক্তত অবস্থায় উদ্ধার করে । উদ্ধারকৃত ভারতীয় ফেনসিডিলসহ বিভিন্ন মালামালের আনুমানিক মূল্যে পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা বলে বিজিবি জানান।
Discussion about this post