টাঙ্গাইলের সখীপুরে সুবিধা বঞ্চিত স্কুল পড়ুয়া ১২শ’ ৬০ জন শিশুর মধ্যে শিক্ষার উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গুড নেইবারস বাংলাদেশের সখীপুর শাখা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা কালিয়ান পাড়া এলাকায় গুড নেইবারস-এর কার্যালয় মাঠে এসব বিতরণ করা হয়েছে।
উপজেলার বাঘবেড়, কালিয়ান পাড়া, ইছাদিঘী, মৌশা, দুাপারচালা ও প্রতিমা বংকী থেকে আসা প্রত্যেক শিশুকে এক কেজি ডাল, এক কেজি চিনি, দেড় লিটার সয়াবিন তৈল, বড় এক প্যাকেট বিস্কুট, দুইটি খাতা ও ছয়টি কলম দেয়া হয়।
এ সময় শিশুদের উদ্দেশ্যে বক্তব্য করেন উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি আলমগীর হোসেন, গুড নেইবারসের এডমিন লরেন্স ঢালী, স্বাস্থ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, এসএস কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রভাষক মোজাম্মেল হক সজল প্রমুখ।
Discussion about this post