কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় স্বার্থে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও প্রচারণা থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন তিন জন ভাইস চেয়ারম্যান প্রার্থী। সোমবার (১৮ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তারা।
এরা হলেন- মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসিনুল কবির ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শামসুল আরেফিন।
আগামী ৩১ মার্চ টাঙ্গাইলের ১২টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১ পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে মধুপুর উপজেলা পরিষদ গঠিত।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সরোয়ার আলম খান আবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দুইজন ছিলেন।
মধুপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ২২ হাজার ৯২৫ এর মধ্যে পুরুষ এক লাখ ৯৪১৬ ও মহিলা ১ লাখ ১৩ হাজার ৫০৯ জন।
Discussion about this post