কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইল প্রেসক্লাব ও সরকারি সা’দত কলেজ শিক্ষক পরিষদের মধ্যে স্বাধীনতা দিবস টি-টুয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মার্চ) দুপুরে কলেজ মাঠে করটিয়া সরকারি সা’দত কলেজের আয়োজনে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর। প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।
সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দীর সভাপতিত্বে ক্রিকেট ম্যাচে বিশেষ অতিথি ছিলেন করটিয়া সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
খেলায় টাঙ্গাইল প্রেসক্লাব দল জয়ী হয়েছে।
Discussion about this post