বিনোদন ডেস্ক : বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এ অভিনেতাকে নিয়ে নির্মিত হচ্ছে ডকুমেন্টারি সিরিজ।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক প্রযোজনা প্রতিষ্ঠান উইজ ফিল্মস সালমান খানকে নিয়ে ডকুমেন্টারি সিরিজ নির্মাণ করছে। এটি পরিচালনা করছেন বিরাফ সরকারি। সহকারী পরিচালক হিসেবে কাজ করবে সাবরিনা সরকারি। এটি সঞ্চালনা করবেন সালমান খানের প্রাক্তন প্রেমিকা লুলিয়া ভান্তুর। বলা ভালো, তার চোখ দিয়ে দর্শকরা সালমানের জীবনকে দেখতে পাবেন।
প্রযোজনা প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ একজন টাইমস অব ইন্ডিয়াকে বলেন— ‘তথ্যচিত্রের শুটিং এখন চলছে। ডকু-সিরিজের আরেক পার্টে পঙ্কজ ত্রিপাঠি থাকবেন। এটি পরিচালনা করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী।’
সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। এতে অতিথি চরিত্রে হাজির হবেন শাহরুখ খান। ২০২৩ সালের ২১ এপ্রিল এটি মুক্তির কথা রয়েছে। এছাড়াও ‘কিসি কি ভাই কিসি কি জান’ সিনেমার কাজও সালমানের হাতে রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।
Discussion about this post