কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইলে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এহসানুল হক খান শাহীনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে শাহীনের স্মৃতিচারণ করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি কামরুজ্জামান খান, সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আখতার শামীম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম, শাহীনের ভাই একরামুল হক খান তুহিন প্রমুখ। এ সময় শাহীনের পরিবারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্র্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আকুর টাকুর পাড়া মৌলভীবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাহবুবুর রহমান খান দোয়া পরিচালনা করেন।
উল্লেখ্য, এহসানুল হক খান শাহীন দৈনিক আমাদের সময় ও ইনডিপেনডেন্ট টিভির টাঙ্গাইল প্রতিনিধি ছিলেন। অত্যন্ত সহজ সরল ব্যক্তি হিসেবে সুপরিচিত শাহীন ২০১৬ সালের ৩০ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার অকালে প্রয়াণে পরিবার, আত্মীয় স্বজন ও টাঙ্গাইলের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
Discussion about this post