বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার অভিনয় জাদুতে অনেকেই মুগ্ধ হয়েছেন। প্রিয় তারকাকে বহুদিন থেকেই বড় পর্দায় দেখায় অপেক্ষায় নিশো ভক্তরা। চলচ্চিত্রের একাধিক নির্মাতা ছোট পর্দার এই তারকাকে নিয়ে আগ্রহ দেখালেও এতদিন ব্যাটে-বলে মিলছিল না।
অবশেষে ব্যাটে-বলে মিলে গেলো। রুপালি পর্দায় নাম লেখালেন নিশো।
নির্মাতা রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা যাবে রাফিকে। চরকি এবং আলফা আই মিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হবে নিশো অভিনীত প্রথম এই সিনেমা। এতে তার নায়িকা থাকবেন তমা মির্জা।
জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নিশোর প্রথম সিনেমার ‘সুড়ঙ্গ’-এর ঘোষণা দেয়া হবে।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই নিশোর প্রথম এই সিনেমার শুটিং শুরু হবে। ‘সুড়ঙ্গ’ ২০২৩ সালের দুই ঈদের যেকোনো একটিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে এর প্রযোজনা প্রতিষ্ঠান। মুক্তির কয়েক মাস পর সিনেমাটি ওটিটি প্লাটফর্মে অবমুক্ত করা হবে।
Discussion about this post