কারকনিউজ ডেস্ক: জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বদলে যাচ্ছে টাঙ্গাইল পৌরসভা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানে টাঙ্গাইল পৌর এলাকায় রাত্রিকালীন পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
মঙ্গলবার ১৭ জানুয়ারী রাত সাড়ে ৯ টায় শহরের প্রাণকেন্দ্র নিরালা মোড় এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান, কাউন্সিলর উল্কা বেগম, টাঙ্গাইল জেলা হরিজন ক্লিনার্স (ঝাড়–দার) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ হরিজন সহ অন্যান্যরা।
এ সময় মেয়র বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো পৌরবাসীর জন্য প্রতিটি সকাল হবে একটি পরিস্কার পরিচ্ছন্ন নগরী। ময়লা-আবর্জনা, ধুলা-বালুমুক্ত শহর গড়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। দিনের বেলায় পরিস্কার করা হলে জন সাধারণের দুর্ভোগ পোহাতে হয়। সেই দুর্ভোগ লাঘবে রাতের বেলায় পরিস্কার পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন থেকে প্রতিদিন রাতে পৌর এলাকার প্রতিটি সড়ক পরিস্কার করা হবে। এতে দিনের বেলায় যানবাহন ও মানুষের চলাচলে কোন দুর্ভোগ পোহাতে হবে না।
Discussion about this post