কারকনিউজ ডেস্ক: দ্রব্যমুল্যের মুল্যবৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিএনপির ইউনিয়ন পর্যায়ে কর্মসুচি পালিত হয়েছে। শনিবার দুপুরে মির্জাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির দলীয় নেতাকর্মীরা এ কর্মসুচি পালন করে।
বিএনপির কেন্দ্রিয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এসব কর্মসুচির নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহ-সভাপতি শাহিদুর রহমান খান, যুগ্ম-সম্পাদক আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলম মির্জাসহ দলীয় নেতাকর্মীরা।
এসময় মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির কর্মসুচিতে পুলিশ বাঁধা প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির কেন্দ্রিয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
Discussion about this post