কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে রডের গোডাউনে দুধর্ষ চুরি হয়েছে।
শনিবার রাতে উপজেলা সদরের ঢাকা-টাঙ্গাইল পুরাতন মহাসড়ক সংলগ্ন পুষ্টকামুরী বড়বাড়ী নামক স্থানে অহি এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে।
গোডাউনের তালা ও সিসি ক্যামেরা ভেঙ্গে সংঘবদ্ধ চোরের দল দশ টন রড চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য ১০ লাখ টাকা হবে বলে অহি এন্টারপ্রাইজের মালিক এনায়েত হোসেন খান জানিয়েছেন।
ব্যবসায়ী এনায়েত হোসেন খান বলেন, চোরের দল প্রথমে গোডাউনের সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। তারপর তালা ভেঙ্গে ট্রাক যোগে প্রায় রড চুরি করে নিয়ে যায়। মির্জাপুর থানায় জিডি করা হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post