কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১৫ ফেব্রুয়ারী সকালে মির্জাপুর পুরাতন বাসস্টান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের পাশে নির্মিত এই শহীদ মিনারের উদ্বোধন করা হয়।
উপজেলা এলজিইডির সহযোগীতায় টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা ফজলুর রহমান খান ফারুকের নিজ অর্থায়নে নির্মিত এই শহীদ মিনারটি। উদ্বোধন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য খান আহম্মেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মির্জাপুরের পৌর মেয়র সালমা আক্তার শিমুল, সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরিফ মাহমুদ, সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Discussion about this post