কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইল মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে পরিবর্তিত নতুন নিয়োগ পদ্ধতি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড ময়দানে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
৫২তম মৌলিক প্রশিক্ষণ টিআরসি ব্যাচ ২০২২ এর কুচকাওয়াজ অনুষ্ঠানে ৯শত ৪০ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল তাদের প্রশিক্ষণ সফলতার সহিত সম্পন্ন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম(বার)।
এ সময় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোঃ ময়নুল ইসলাম, টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার আবু নাছের মোহাম্মদ খালেদসহ বিভিন্ন সামরিক,বেসামরিক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। পরে প্রধান অতিথি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
Discussion about this post